আমার ওজুদের মারেফত;
উদ্দেশ্যের হাকিকত আমি খুঁজি।
আমারে ছেড়েছেন খোদা কোনো
মানচিত্র বিহীন ঠিকানায় বুঝি?
হুরের চিকুরের মতো দেখেছি কখনো
জিবরাঈলের ভাঙা পাখা?
প্রেত-ভূতের পলিদ ছায়া দেখেছি হয়তো;
নেহায়েৎ বেখেয়ালে!
আমার আফসানা গুলো সুন্দর
জাফরানের কালিতে মাখা,
মরীচিকার দেয়ালে।
আমলে সালেহ-র সূর দিতে যদি মোর
ফানা-ফিল্লাহর স্বরলিপি লাগে।
তাসাউফ লাগে যদি খোদার তালাশে।
ফিতরতে ছাই পড়বে তবে?
কুরআনের বাণী অকেজো হবে?
পচা গলিত ফুল ফুটুক দুর্গন্ধ বাতাসে।