কখনো যদি হয় নয়নে নয়নে ক্ষয়;
হৃদয় পুড়ে ছারখার।
ভস্ম ছাই থেকে
যদি কখনো উঠে জেগে
প্রণয়ের খুমার।
প্রেমের সুরা
যদি কখনো ভ্রান্ত নেশা জাগায়।
তবে আমি বা তুমি
থাকি বা থেকো শত কোটি বছর
বাসরের অপেক্ষায়।
আমাদের মাঝে আজ বাঁধা হয়ে আছে
ফিতরত-আল্লাহির অশরীরী দেয়াল।
আমার উচ্ছৃঙ্খল খায়েশে খতমে কুলুপ
পড়েছে তাই;
চিড়ে গেছে কলিজা
উবে গেছে ছাল।