আমি এক পবিত্র রমণীর কথা বলছি।
এক পুণ্যময়ীর বন্দনা বাণী শোনাচ্ছি,
অপরিমেয় তারাকাশের পূর্ণিমা চাঁদের গল্প বলছি,
চক্ষু ঝাঁজালো রবি কিরণের বর্ণনা পড়ছি।
যে তার প্রভুর গোলামিতে ছিলো মশগুল।
হৃদয় উজাড় করে গেয়েছে তার স্তুতি।
মহা মুজিযার পুস্প ফুটিয়ে,
মারেফতের রহস্য ভেদি,
আপন মাকামে প্রতিষ্ঠ তিনি,
আল্লাহর চরণে গেড়েছে খুঁটি।