একটি সাবান দশ টাকাতে
    দশ জনেতে কিনে,
দান করিবো বিশটা হাতে
    থাকবে সবে ঋণে।


রহিম-করিম-আলতাবানু
    জলদি করে আয়,
তুলবো ছবি ঠাসাঠাসি
    সুযোগ যদি যায়!


বহুদিনে পাইছি সুযোগ
    একটু অন্ন দেবার,
সোওয়াব কামাই হোক বা না হোক
    সময় খ্যাতি নেবার।


বিশ্ব দেখুক মিডিয়া জানুক
    আমরা হাতেম তাই,
মোদের মতো দানবীর আর
    বাংলাদেশে নাই।


বিশ্ব এখন সেলফি খোঁজে
    এতেই বাড়ে দাম,
নাই-বা হলো জনসেবা
    পরকালের কাম।


ডান হাতে করলে দান
    বাঁ হাত নাহি জানে,
দান করাতে আল্লাহ খুশি
    ক'জনে তা মানে?


আজকে থেকে দান করিবো
    আল্লাহর খুশির তরে,
মোদের দানে ফুটুক হাসি
    অনাহারীর ঘরে।


সেলফি তুলে লোক দেখানো
    করবো না আর দান,
অসহায় গরীব দুঃখী
    বাঁচুক নিয়ে মান।