ঈদ এলো আজ এলো ঘুরে ফের
      একটি বছর পর,
সকলের তরে নব দিন আজ
     বুকে বুক মেলাবার।


আছি আনন্দের দামামা গরজে
    উঠিয়াছে দিগ্বিদিক,
ঘরে ঘরে যেন নব বসনের
     আজি পরিছে হিরিক।


ফকিরে নবাবে কোলাকুলি করে
     বুকে বুকে ঈদগাহে,
প্রিয় পশুটিকে কোরবানি করে
     বিলায় খোদার রাহে।


ইব্রাহিম নবী মুসলিম জাতে
     আনিয়াছে যে বিধান,
ধনীতে গরিবে মানিয়া সে বিধি
      লাল করে ময়দান।


আজিকে বিশ্বের যত হাজী সব
     আরাফাত ময়দানে,
কাঁধে কাঁধ মিলে হয়েছে শরিক
      ইসলামী আরকানে।


 চারিদিকে আজি খুশবু ছড়িছে 
     দখিনে বহতা বায়,
আতর-চন্দন-সুবাস-সুঘ্রাণ 
     মাখিছে সকলে গায়।


ঈদুল আযহা দিয়েছে তোমার
     বাড়িয়ে দানের হাত,
করিওনা আজি সঙ্কুচিত কেহ 
      হিসাবের অঙ্কপাত।


সুখ দুখ সবি করি ভাগাভাগি
      যা পাব সবি সমান,
সঞ্চিত বেদনা ঝেড়ে ফেলে দিয়ে
      সকলে করিব ম্লান।


আঁখি জলে কভু সলতে ভিজিয়ে
      জ্বলে নাকো দীপ শিখা,
ভুলে ভেদাভেদ এসো মোরা জ্বালি
       স্নিগ্ধ আলোকের রেখা।





           পি পি আলী আকবর
    আল ওয়াহা^^আল জাহরা
www.aliakborpretty@gmail.com
     ২১ ★ ০৮ ★ ২০১৮