সবুজ শ্যামল বাংলা আমার
    মনের কথা বলে,
বাংলা মায়ের রূপের দৃশ্য
    মন কেড়ে নেয় ছলে।


এ দেশ আমার মায়ের মতো
    রাখছে আঁচল পেতে;
তাকে ছেড়ে দূরে কোথাও
    মনটা চায় না যেতে!


পাই যে আমি শান্তি খুঁজে
    মায়ের আঁচল তলে,
মা'কে ছেড়ে দূরে গেলে
    ভাসি চোখের জলে।


ফুল ফসলে ভরা এ দেশ
    থাকে বারো মাসি,
পাখির গানে মনের কোণে
    বাজে সুরে বাঁশি।


এমন দেশে জন্মে আমি
    হয়েছি যে ধন্য;
হৃদয় জুড়ে ভালোবাসা
    বাংলা মায়ের জন্য!