কুরবানীর হাট
    পি পি আলী আকবর  
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
আহ্ হা একটুর জন্য পায়ে
    লেগেছিলো বিষ্ঠা,
ঐ মিয়া এভাবে ধাক্কায়
    পেয়েছিলাম ওষ্ঠা!


আহ্ হা একটুর জন্য গরুটির
    লেজ লেগেছিলো শরিরে,
ঐ মিয়া আপনার গরু টানেন
    রাখেন আপনি ধরে।


আহ্ হা ষাঁড়টি দিয়েছিলো
    আমার পায়ে ব্যাথা,
ঐ মিয়া ষাঁড় নাচে কেনো
    বলবো কিন্তু কথা।


আহ্ হা কি বিড় মানুষের
    গরু কিনি তাড়াতাড়ি,
ঐ মিয়া দাম কত? কম বলেন
    করবেন না বাড়াবাড়ি।


আহ্ হা বাড়াবাড়ি নয়
    সত্তর হাজার দাম ষাঁড়ের,
ঐ মিয়া এত দাম বলেন কেনো
    এত দাম কিসের?


আহ্ হা কুরবানীর হাট বেশ
    খরা জানেন তো ভাই,
ঐ মিয়া এত দামে কেমনে?
    গরু আমি নিবো নাই।


আহ্ হা দাম বলেন কত দিবেন?
    আমি তো বলবো অনেক,
ঐ মিয়া গরুর দাম বাড়াও
    যাতে লোক ভালো জানোক।


আহ্ হা এসব কথা ছেড়ে কত
    দিবেন ভাই বলেন,
ঐ মিয়া গরু কিনলে ভাই
    একটু নিরবে চলেন।


আহ্ হা ষাট হাজার পাবেন
    গরু কিন্তু নিবো,
ঐ মিয়া রওণার টাকা কিন্তু
    আপনার কাছ থেকে নিবো?


আহ্ হা ঠিক আছে দিবনে
    গরুর দাম কিন্তু ষাট,
ঐ মিয়া এই হলো বিরক্তি কর
    কুরবানীর হাট।