গীতিকবিতা
স্মৃতি হারার যন্ত্রনা
   পি পি আলী আকবর
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
স্মৃতি হারার যন্ত্রনাতে
আমি যখন মরি,
উইড়া গেল পাখি তখন
মনের খাঁচা ছাড়ি,,,
নিঠুর পাখি কেন বুকে
বাঁধলি তবে বাসা,
রোজ সকালে গান শুনিয়ে
দিলি কেন আশা।


খুব যতনে পাখি তোরে
দিলাম মনে ঠাই,
এ দু'চোখে কত রঙিন
স্বপ্ন এঁকে যাই,,,
ভেবেছিলাম তোরে নিয়ে
বাঁধবো সুখের ঘর,
ভাবনা গুলো মিথ্যে করে
হয়ে গেলি পর।।


আদর সোহাগ দিলাম তোরে
ভালোবাসাও দিলাম,
বিনিময়ে পাখি রে তোর
কাঁটার আঘাত পেলাম,,,,
বলনা পাখি এমন করে
কেন গেলি ছেড়ে,
পোড়া বুকে জ্বলছে আগুন
আয় না রে তুই ফিরে।।