আকাশের অনেক নাম।
সে নাম আমি ভালবাসি।

সে নাম ' তুমি '।

সে নাম নিয়ে কবিতা লিখতে পারলে ভাল হত।

লিখতাম,  তুমি যে আমার কবিতা।