আমি কবি। কবিতায় নিরুপমাকে খুঁজে মরি।
নিরুপমা বলে, আমি এসেছি।
নিরুপমাকে পেয়ে আমি বলি, আমার বাগানে সবচেয়ে সুন্দর ফুলটি ফুটল।


নিরুপমা আবার যেদিন আসবে সেদিন কবিতার নাম হবে, নিরুপমার দিন-কাল।


নিরুপমা তুমি একবার নয় হাজারবার আস; তোমার নাম হোক, নিরুপমা অনুপমা।


আকাশে সাতটি তারা জ্বলে। তার চারটিই তোমার কথা বলে।আমি একটিকে প্রশ্ন করি, তুমি কেন বল না?


তোমার কথা ভেবেই রবীন্দ্রনাথ নাম রেখেছিলেন, মৃন্ময়ী।


একটি নাটিকাতে তুমি আরেকটিতে মাধুরী। আমি মাধুরীকে বলি, তুমি চলে যাও।
তুমি প্রতিদিন এসো প্রতিজনকে বলব, তুমি চলে যাও।


আবার আকাশে তারা ফুটবে। তারা বলবে, আমি আরও একদিন ফুটব..... ।


বঙ্গোপসাগরে যত ফুল ফুটে সবচেয়ে সুন্দর তুমি ; তোমাকে ধন্যবাদ দেয় ভূমধ্যসাগরের টিউলিপ।