তোমার নাম লাইলী আমার নাম মজনু।
আমরা দুজন ভালবাসা বাসি করি।

আমরা সুরমা নদীর তীরে যাই।একটি ফুল খুঁজি ।সে ফুলটি পেয়ে বলি, এ পৃথিবী সুন্দর।

আমাদের দিন-লিপি লিখেছিলেন কে?  কবি জাহাঙ্গীর। সে জাহাঙ্গীরকে অসীম, অনন্ত অভিবাদন।

আমরা দুজন অসীম আকাশে উড়ি।সেখানে ফুল, পাখিরা আমাদের শুভেচ্ছা জানায়। আমরা বলি, তুমিও ছিলে।

ফুলে ফুলে ভোমরা উড়ে।বলে, তোমরা আছ বলে আমরা উড়ি।

সেলিনা গোমেজ নামটি সুন্দর। সেটি তুমি আমাকে দেবে আমি তোমাকে। এভাবেই দিন যাবে।এভাবে দিন গেলেই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলটি সবচেয়ে 'সুন্দর '।