তোমায় নিয়ে কত কবিতা লিখি- কত গান গাই।


তুমি যে আসমানের সপ্তম বহরের অষ্টম তলায় থাক।


দূর নীলাভ-নীলগিরি পাহাড়ের পাতায় পাতায় যে চুম্বন লিখিত তার আবেশ তোমাতে পাওয়া যায়।


তুমি একদিন আসিয়ো আমার বকুলতলায়, আমি তোমাকে বকুলতলার জোৎস্না উপহার দেব।


অ্যাফ্রোদিতিকে আমি বলেছিলাম তুমি আসিও, আমরা দুজনে মিলে এক ললিতের গান গাইব-


অ্যাফ্রোদিতি বলে, আমার সময় নেই- আমি একদিন আসিব যেদিন সব পাথারে কোন ঝঞ্ঝা থাকিবে না- আমার রাফলেশিয়ার মালার শেষ তোরণে তাকে বাঁধব।


আমি তাকে বলেছিলাম, আমরা দুজনে মিলে শেষ পাহাড়ের আকাশ-মন্দিরে তাকে পূজা দেব।


এ জীবনের সব পূজা স্বর্গ-সাঁইয়ের ডায়েরীতে লিপিবদ্ধ হোক।



( বিঃ দ্রঃ অ্যাফ্রোদিতি হল গ্রীক পুরাণে প্রেমের দেবী)