(১) ঘুমপথে


ঘুম আমার ভীষণ প্রিয়।


ঘুম ছাড়া এক মুহূর্তও থাকতে পারিনা।


ঘুম যেন প্রিয়ার বেণীর ফুলের মত।


ঘুমবিহীন মানুষ কি বাঁচতে পারে?


অসুস্থতার কারনে যে নারী ঘুমাতে পারেনা তার কি মনে হয়না ইহধামকে ছেড়ে চলে যাই?


ফাঁসীর আসামী ফাসীর আগের রাত কি মনে করেনা ঘুম না হলে থাকি কি করে?


ঘুম বিহীন এক মুহূৃর্ত যেন পাগলের মত মনে হয়।


হৃদয়ে যে চির-ঘুমের শান্তি বিরাজমান তা কি কেউ কখনও নষ্ট করতে চায়?


একটি ঘুম-বালিশ বানিয়ো মনের মত করে
আমি একটু ঘুমাতে চাই ফূর্তি করে।


আয় ঘুম আয় তোমাকে আমি চাই
ঘুম ছাড়া নাই শান্তি নাই ইহধামের কোন জায়গায়।


(২) বই
    
   তুমি কত কি দিয়েছ মোরে


   তুমি মোরে পাঠিয়েছ মঙ্গলে
   তুমি মোরে পাঠিয়েছ চন্দ্রে।


  তোমায় দেওয়ায় আমি হিমালয় কিনেছি
  তোমার দেওয়ায় আমি চন্দ্র কিনেছি।


এক যে মটকা বানিয়েছি সেথায় শুধু তোমার দেওয়া থাকবে।

তুমি মোরে ভিক্ষাবতী করিওনা
তুমি মোরে নিঃস্বনিস্থ করিওনা।


তুমি যে এক অমর আলয় তোমার নাম আমি সুইচব্যাংক করে রাখব।