গোলাপ ফুল হতে চেয়েছিলাম, হতে পারিনি।
হয়েছি কাঁটা।
কি দুঃখ আমার!

গোলাপ ফুল হলে কি হতো?
কোন দুঃখ থাকতনা।

ঈশ্বর, আমাকে গোলাপ ফুল করে দাও।