(১) গোলাপ ফুল -৫

আমি পথের ধারে যাই।
একটি গোলাপ আমাকে শুভেচ্ছা জানায়।
আমি আনন্দে আত্মহারা হয়ে যাই।
গোলাপ যদি প্রতিদিন এভাবে আমাকে শুভেচ্ছা জানাত।

(৬) গোলাপ ফুল -৬

প্রতিদিন গোলাপ ফোটে।
কার না ভাল লাগে?
আমি গোলাপের ধারে গিয়ে দাঁড়িয়ে থাকি।
বলি, গোলাপ তুমি আবার ফোট আমি আবার দেখব।