(১) প্রেমের রানী


যদি ঢাকা যাই, তোমার কথা ভাববো।
যদি দিল্লী যাই, তোমার কথা ভাববো।
যদি তিউনিস যাই, তোমার কথা ভাববো।


     তোমার কথা কোথায় ভাববো না?


         তুমি যে সর্বত্র আছ।


(২) দেয়াশলাই


দেয়াশলাইকে বলি, তুমি কি?


বলে, আমি দেশ জ্বালিয়ে দিতে পারি।


বলি, তোমার এত ক্ষমতা?


  বলে, ইচ্ছে করলে তোকে ছাই করে দিতে পারি।


     সেই থেকে আমি শূন্যময়।


(৩) সে-প্রিয়ে


বড় মিষ্টি করে কথা বল তুমি।


এ যে মিষ্টি, বড় মিষ্টি।


আমি সারাক্ষণ চেয়ে থাকি।


   যেন ফুল ফোটা সদ্য গোলাপ।


(৪) মাধুরীর 'নেত্র'


নৃৃত্যরতা মাধুরী বলল, একটু পরে।


আমি বললাম, কি?


বলল, এক গেলাস জল খেয়ে আসি।


  জল খাওয়ার পরে তার নৃত্য যেন আরও বেড়ে গেল।


(৫)সুখ পাখি


সেই পাখিটির দেখা আজও পাইনি যে পাখি অনন্তে ঘুরে বেড়ায়।


একদিন ধরে আনব, বলব পোষ মান।


.... যদি না মানে নালী কেটে দেব।


(৬)' গোলাপ'


পৃথিবীর নাম যদি হয় ভুল
তুমি তবে সবচেয়ে বড় ভুল
তোমার নাম কেন এমন হল!
রেখে দাক্, রেখে দাক্ "ফুল"।


(৭) 'সে-ফুল'


সুন্দর ফুল কখনও ফুটেনা
সুন্দর ফুলে ফোটে সকালে
   রাতভর অপেক্ষা করতে হয়।


সকালে উঠে বলি কি গন্ধ পেলাম!


(৮) 'সে-নাম'


প্রথম যেদিন তোমায় দেখি বিহবল হয়ে পড়ি।
সে স্মৃতি আজ মনে নেই।
তুমি আবার আমার হলে;
আবার তোমাকে নতুন করে দেখব।


(৯)'সময়ের বেগ'


সময়ের আগে তুমি চল;
তোমাকে খুঁজে পাওয়া যায়না।
তুমি যে তীব্রবেগী দাবদাহ।


আমাকে জ্বালিয়েপুড়িয়ে শেষ করে দাও।


(১০) বনলতাসেন


মহত্তম কবিতাটি আজও লিখতে পারিনি।
সেটির নাম কি? "বনলতা সেন"
সেটি অনেক আগেই লিখা হয়ে গেছে।
নতুন কিছু সৃষ্টি কর।
নতুন কিছু করতে বনলতাকে লাগবে।


বনলতা সেন বলে আজ আর কেউ পৃথিবীতে নেই।


(১১) 'পৃথিবী'


পৃথিবীর পথে হেঁটে হেঁটে একটি কথাই জেনেছি আমি সেটি 'তুমি'
আজ তুমি নেই পৃথিবীকে শুন্য মনে হয়।
তুমি থাকলে পৃথিবীটা অনেক বড় মনে হতো।


(১২)ঈশ্বরের আশীস্


সবাই মরে যাবে; তুমি মরোনা।
তুমি মরলে আমি বাঁচব কি নিয়ে?


"হে ঈশ্বর, তাকে চিরঞ্জীব করে দাও।
তুমি ছাড়া আমার কেহ নেই।"


(১৩) একসাগর জল


সে নামটি মুখস্ত কর যে নাম কোনদিন শোননি।
সাংহাই গেলে লোকের কাছে কি বলবে?


(১৪) 'আগুন'


প্রচন্ড আগুনের মাঝে তুমি জন্ম নিলে।
এখন সে আগুন চারিদিকময়।
তুমি আবার জন্মাও আমি আগুনকে না বলে দেব।


(১৫) 'শেষ আয়ু'


আমার দেহ নিথর হয়ে যাচ্ছে।
আমি চলে যাব।
আমার আর আয়ু নেই।
তাকে ডাক।
তাকে একবার দেখতে চাই।


তাকে নাদেখলে মরেও যে শান্তি পাবনা।


(১৬) বাংলার খোরাক


হে আমার বাংলা তোমাকে আমি ভালবাসি।
তুমি চাঁদ দিয়েছ, রাত দিয়েছ,
ফুল দিয়েছ, ফল দিয়েছ।
দাওনি শুধুু ভালবাসা।
এবার ভালবাসা দাও-
আমি নিঃসীম্ হই।