(১) অনিন্দ্য ফুল


যাওয়ার বেলায় শুধু এ কথাটি বলে যাও, ফুল নাও।


আমি আওয়াজটি খুব ভালবাসি।


আমার মত কেউ ছিলনা জগতে।


তুমি এলে-


আমার জগৎ বদলে গেল।


(২) সেই দেশে


যে পাখিটি উড়ে চলে দিগন্তের পানে,
তাকে ধরার বড় শখ।
ধরতে পারলে বলতাম,  কেমন করে তুমি উড়?
আমায় একটু নিয়ে চলনা।


(৩) দুঃখের নদী
'
দুই চোখে নদী, শুধু বয়ে চলে।
আমি শুধু দেখি।
কেউ দেখেনা।
সে নদীতে কত পানি না জানি কোন জনা জানে!


(৪) কলম


কলম তুমি কি লেখ?


নিউটনকে নিয়ে একবার লেখোনা।


    
       নিউটন যে দুঃখ করেছিল আমার কোন কলম নেই।


(৫)'গোলাপ'


ফুলবাগিচার ফুলগুলোকে আমি খুব ভালবাসি।


সেখানে যে গোলাপও থাকে।


আমাকে একটি গোলাপ এনে দাওনা-


আমি তাকে ভুলে থাকি।


(৬) দার্শনিক পাভলভ্


দার্শনিক পাভলভ্ আবার জন্ম নিলেন।


দেখলেন এখানে মোনালিসা নেই।


তিনি মোনালিসার জন্ম দিলেন।


  মোনালিসা এখন বিশ্বময়।


(৭) তুমি আমার


যদি বাঁচতে পারতাম,
তাহলে বলতাম তুমি আমার।
আমিতো একদিন নিঃশেষ হয়ে যাবো।
সেদিন কি বলবো?
তুমি আমাকে মরার আগেই মেরে ফেল।


(৮) নিদ্রাহীন নিদ


শব্দহীন গতিতে তুমি ছুটে চল।
এ চলার শেষ নেই........
আমাকে ঝাপটে ধর, আমি চিৎকার করে বলি, চমৎকার।