(১) মেরিলিন মনরো


দর্শক সারিতে বসে আছি;


পর্দায় মেরিলিন আসলেন;


     মুহুর্মুহু হাত তালি।


যেন হরতাল বয়ে যাচ্ছে।


মেরিলিন যদি আবার জন্মাতেন তাহলে কি হতো!


(২) তোমার নখ


পৃথিবীর তিনভাগ জল, একভাগ স্থল।


এত জল কোথাও নেই( যা আমার চোখে)


তুমি এত জল কেন কিনলে!


হাতের আঙ্গুলটি দিয়ে দাওনা আমি একবার জলকে নাড়া দেই।


(৩) শীতের সকাল


শীত আসতেছে


কনকনে শীত:


লেপ, জাম্পার, মাপলার;


কত আনন্দ হবে।


বাপা পিঠা, রসের পায়েস;


আনন্দের কোন শেষ থাকবেনা।


শীত তুমি আর না বলোনা অন্তত একটি বারের জন্য স্থায়ী হও।


(৪)অনন্ত প্রেম।


আমাকে নির্বাসন দাও, ভারত যাব।


আমাকে নির্বাসন দাও, তিব্বত যাব।


আমাকে নির্বাসন দিওনা, এন্টার্কটিকা যাবনা।


তুমি যদি সঙ্গে থাক এন্টার্কটিকা যেতে পারি।


( তুমি থাকল) এন্টার্কটিকাও স্বর্গভূমি হয়ে উঠতে পারে।


(৫) তুমি আমার


হাঁটতেছ ম্যানহাটনের রাস্তা ধরে;


হঠাৎ আমার কথা মনে পড়ল;


উষ্টা খেলে।


এভাবে আর আমার কথা ভেবোনা, তুমি নরমাল চলাফেরা করো।


(৬) সাথী


সাথী হও;


হাত ধরো;


এ জনম কেটে যাক।


পরজনমে আমি যে তোমাকে বার বার চাইব।


(৭) প্রেমের নিদ


দুঃখেরও শেষ আছে; নদীও একদিন ফুরায়।


শুধু তুমি যে অনন্ত........


কি করে তোমায় ভাবি সে কথা খুঁজে পাইনা।


(৮) স্বপ্নের সুন্দরী


স্বপ্নে দেখা সুন্দরীকে পাইনি;


সে যে কত সুন্দর।


তুমি একবার এসো ;


আমি তাকে 'না' বলব।


(৯) 'সখি'


সখির মালা কত সুন্দর।


সখি যে আমায় দিন-রাত  ডাকে।


এ ডাকে আমি থাকতে পারিনা।


কত বছর আর আমাকে অপেক্ষা করতে হবে সখির ডাক শুনার জন্য।


(১০) 'গোলাপ'


ধরনীতে একটি ফুল ফুটেছে।


সে যে গোলাপ।


সে যে সুন্দর  , কত সুন্দর।


তুমি কেন এলে, তুমি না এলে আমি তাকে ভুলে থাকতাম।


(১১) প্রেমের নদী


সবার আগে তোমাকে ভাবি।


তুমি আগেও ছিলে, পরেও....


এভাবে সময় কেটে যাক।


অনন্ত পৃথিবী যে সে-কাহিনী দেখে দেখে প্রেম শিখবে।