(১) নূতন


শতবর্ষ আগে দেখেছি।
আজ আর মনে নেই।
আজ আবার নূতন করে এলে;
নূতন করে দেখি।


  এ দেখার শেষ নেই।


(২) কুহকিনী


আকাশ-বাতাস বিদীর্ণ করে একটি বাজ পড়ল।
বাজটি বলে, তোমার ঠিকানা।
আমি বলি, আমি আর নেই।
বলে, কেন?
বলি, সে ঠিকানা আমি পেয়েছি।


( দ্রঃ এটি একটি প্রেমের কবিতা)


(৩) তুমি যদি সিরিয়া-ফুল হতে


( যুদ্ধবিধ্বস্ত) সিরিয়াতে বসে বসে একটি ছবি আঁকি।
সে ছবি তুমি।
তুমি সিরিয়ার রানী।
সিরিয়ার মানুষ ঘুমিয়ে পড়েছে।
সিরিয়ার মানুষ এমন ঘুম কখনও যায়নি।


(৪) গোলাপ


জন কীটস্ অনেক কবিতা লিখেছেন।
সবচেয়ে সুন্দর,  The Rose ।
আমি বার বার দেখি।
বলি, ( ইশ্বর) আমাকে কবিতা লেখার সামর্থ দাও।