(১) কবি


পৃথিবীটা সুন্দর ; এ কথা কে বলেছিল?
জীবনানন্দ দাস্।


ঐ যে পাখি উড়ে ; এ কথা কে বলেছিল?
জন মিল্টন।


ঐ যে ধান ক্ষেতে ফুল ফুটে; এ কথা কে বলেছিল?
মিখাইল লার্মেন্টভ্।


ঐ যে তরুনীরা হাঁটতে যায়; এ কথা কে বলেছিল?
ইবনে আরাবী।


আমি বলি, 'পৃথিবী' সুন্দর'; তুমি সুন্দরই থাক।


(২)তোমাকেই বলছি


যে পৃথিবীর ফুল সুন্দর সে পৃথিবী ভালবাসি।
বলি তোমার নাম।


দান্তে, গ্যেটে অনেক কবিতা লিখেছিলেন । সবচেয়ে সুন্দর ' তোমার নাম '।
সে কবিতা আজ সবাই পড়ে।


যে সিংহটি হারিয়ে গিয়েছেল সে তোমার নামে গর্জন করেছিল।


চল্লিশের দশকে এক নায়িকা ছিলেন ; তিনি ফুল খুব ভালবাসতেন। তিনি ফুলের পরিবর্তে তোমার নাম বেছে নিলেন।


গোধূলি বেলায় অনেক ফুল ফোটে।সবচেয়ে সুন্দর তোমার নাম। সে তোমার নামেই নিজের নাম রাখলো।


এ ফুল সুন্দর, ওফুল সুন্দর, সবচেয়ে সুন্দর তোমার নাম। আমি সে নামই বেছে নেই।


খলখল হাসি হাসতেন রেবেকা। আজ তার নাম নেই। সে তোমার নামেই নিজের নাম বেছে নিয়েছে।