(১)তোমার প্রতীক্ষায়


যদি বল ফুলটি সুন্দর, ভাল লাগে।
যদি বল কলিটি সুন্দর, ভাল লাগে।
যদি বল অ্যাঞ্জেল( জলপ্রপাত) সুন্দর, ভাল লাগে।


  সবচেয়ে ভাল লাগে তোমাকে।


  সেই  তুমি কবে আসবে?


(২) তোমাকে আমি চাই


কখনো ভালবাসিনি।
আজ ভালবাসলাম।
যেন মধুর রসমালাই।


আমি আবার একদিন ভালবাসব।


(৩) কবি


আজ যে নেই, কাল ছিল।
পরশু যে থাকবেনা, সেও কাল ছিল।


মৃত্যু নেই কার?
আমার।


কেন?
আমি কবি।


(৪)তুমি সুন্দর


কেমন করে চশমা পর তুমি!
ভাল করে পর।
আমি দেখি।
বলি, তোমার চেয়ে সুন্দর কেউ নাই।