(১)ডায়না


ডায়না,
        কি নাম তোমার?  
        সে নামটি রেখে দাও।
        আমি তোমার নামে আমার নাম রাখব।


অনেক কবিতা লিখেছি, অনেক স্বপ্ন দেখেছি।
আজ তুমি আসলে।
যেন শ্রেষ্ঠ কবিতাটি লেখা হয়নি।


সে কবিতা লিখলে আমি কি করব?
যেন অথৈ সাগরে ভাসব।
সাগরের কূল নেই, ফুল আছে।
সে ফুলটি ধরব।


(২) ডায়না


ঘুমন্ত পাখিকে প্রশ্ন করা হয়, কোথায় যেতে চাও?
বলে বাকীংহামে।


আমি সেই বাকীংহামে যেতে চাই।
তুমি কত সুন্দর।
যেন আমাকে হাজার বছর ধরে চিঠি লিখেছো।


(৩) ওগো তুমি নামহীনা


স্বর্গ থেকে এসেছি।
একটি ফুল ভাল লাগল।
সেটি তুমি।
আমি হাতে লই।
বলি, এমন ফুল স্বর্গেও নাই।