(১) ডায়না তুমি সুন্দর


ডায়না, তুমি কেমন করে বাঁচতে?
          কেমন করে ছবি আঁকতে?


তোমার কথা যে ভেসে আসে গোলাপের ঘ্রাণে।
তোমার কথা যে ভেসে আসে ঐশ্বর্যের তানে।



    আজ ডায়না নেই, আমি কেমন করে বাঁচি?
   তুমি থাকলে ডায়নাকে একটি চিঠি লেখা যেতো।


(২) স্বর্গের ঠিকানা


দুহাত মুঠ করে আমি তোমায় দেই।
তুমি বল, ভালবাসি।


এ পাওয়া আমি কোথায় রাখবো?
এ পাওয়া আমাকে স্বর্গের ঠিকানা দিয়েছে।
স্বর্গেও একটি পাখি নেই যে পাখিটি তোমার ছিল।


(৩) ওগো আমার সুন্দর


কবি জীবনানন্দ দাশ অনেক কবিতা লিখেছিলেন।
সবচেয়ে সুন্দর বনলতা সেন।
আজ তুমি নাই।
কেমন করে লিখি?
তুমি থাকলে বনলতা সেন লিখা যেত।