(১) ফুলের গন্ধ


আমাকে একটি ফুল দাও।
আমি বড় ভালবাসি।
ফুলটি আমাকে অনেক কিছু দিয়েছে।
আমি এ ফুলের গন্ধ তোমাতে খুঁজি।


(২) সে কথা


কখন জানি এসেছ;
আমি খেয়াল করিনি।
যেন পাশে বসলে।


   পাশে বসলেও এত দুঃখ হতোনা যত দুঃখ আজ তুমি।


(৩) তুমি সুন্দরী


প্রাচীন নগরী রোম।
এখানে ক্লীওপেট্রা হেসেছিল।
সে আজ নেই।


সে থাকলে তোমার কথা বলা যেতো।


(৪) সে শব্দ


কি কথা বল?
শুনতে পাইনি।


   যেন বললে, ভালবাসি।


(৫) আকাশ নীলা


অসীম আকাশ।
সেখানে তুমি থাক।


  আমি চশমা মেলে তোমাকে দেখি।


(৬) তমালিকা


পৃথিবীর নাম চশমা।
আমি তাকিয়ে থাকি।


  যেন বললে, তুমি অনেকদিন জন্ম লও।


(৭) কল্প লোক


কোনদিন ভালবেসেছিলাম;
মনে নেই।


  আজ আবার আসলে।ভাল করে ভালবাসি।


(৮) গঙ্গার জল


কিসে তুমি তৃপ্তি পাও;
আমাকে বল।
গঙ্গা সাগর এনে দেই।


  গঙ্গাতেও এত পানি নেই যত পানি তোমাতে বিরাজ।