(১) তোমার নাক


যতদূর যাই তোমাকে মনে পড়ে।
ভুলতে পারিনা।
আমি যেন  আরো এক ক্রোশ  হাঁটি।


আমাকে হাজার হাজার বছর হাঁটার সামর্থ দাও।


(২) দুই ঠিকানা


ঐ যে আকাশ দেখা যায়।
সেখানে ফুল ফুটে।
আমি চেয়ে থাকি।
ফুলটি বলে, আমার জীবন ধন্য হল।


(৩)দুই চোখে


নাম দিয়েছি ভালবাসা।
সে আমাকে ডাকে।
সে আবার আসল;
যেন স্বর্গের ফুল হাসল।


(৪) সেই ফুল


এত ভালবাসা দিওনা;
আমি মরে যাই।
আমি যেন আটলন্টিকে;
আটলান্টিকে কোন পানি নাই।


(৪) স্বর্গের নীলাম


পাথরের পৃথিবীতে তুমি হৃদয়।
সেখানে আমি বাস করি।
এ যেন স্বর্গের অধিবাস।
স্বর্গে একটি ফুল ফুটেছিল; ফুলটি নেই; ফুলটি বলে, আমি আরো  একবার বাঁচতে চাই।


(৫) অনেক নাম


এতোদিন আসোনি।
আজকে এলে।
যেন নতুন করে দেখলাম।
এ আমার নতুন নাম নিয়েছে।


(৬) ছবি
চোখের নীচে কালি।
কেমন করে দেখি?
চোখ যে আমার ফুরায়।
তুমি উঠ ডাকি।