(১)গোলাপ একটি সুন্দর ফুল


গোলাপ, তুমি অনেক সুন্দর।
তোমার গায়ে মুক্তো ঝরে।
যেন আলনা কথা কয়।


       তুমি আমাকে একটি ফুল দাও।


(২) পথের দিশা


পথহারা পাখির মত চেয়ে রই
পথ যে আমার গেল কই
আমি যে গো দিনরাত্রি
বয়ে বই
পথ যে আমার গেল কই।


এক যে নতুন দেশ আছে
সেথায় যে গো ডংকা নাচে
আমি যে গো
তার হই
পথ যে আমার গেল কই।


সূর্য তারা নক্ষত্র
আছে তারা দিনরাত্র
সব কিছু
হারায় ঐ
পথ যে আমার
গেল কই।


যতদিন এই
ভবের মাঝে
খেলব খেলা
নতুন সাজে
নতুন নতুন
নাম লই
পথ যে আমার
গেল কই।


আকাশটাকে প্রশ্ন করি
কি দেখো ঐ দুচোখ ভরি
আমার যে গো
কেউ নই
পথ যে আমার
গেল কই।


পথের ধারে
ফুলটি হারায়
দিনরাত্রি
সুখ জ্বালায়
আমি যে গো
চেয়ে রই
পথ যে আমার
গেল কই।


পথের ধারে একটি ফুল
দিনরাত্রি করে ভুল
আমি কি গো
কারো নই
পথ যে আমার
গেল কই।


(৩)ঈশা খাঁ


পদ্মা নদীতে অনেক জল।
কে মাপবে?
ইশা খাঁকে নিয়ে এসো।


ইশাখাঁর সাথে ইবনে বতুতার কথা হয়েছিল।ইবনে বতুতা আজ 'মরক্কো' বাস করে।


( ৪)ফুলের গন্ধ


প্রথম দেখার স্মৃতি ভোলা যায়না।
আজ সে ফুটল।


   যেন ফুলটি ফুটেছে।


(৫)সুন্দর


কি কথা বলি খুঁজে পাইনা।
সে নাম সুন্দর


তুমি অনেক নাম লও।অনেক নাম অনেক সুন্দর।