(১) একটি করোনা



  যেদিন মরন আসবে সেদিন তোমরা আমাকে ডেকোনা- আমি যে  এক করোনার ইতিহাস লেখব।


   সেদিন এ দুনিয়া, ধরিত্রি পৃথিবীর মঙ্গলে মগ্ন থাকবে।


   আমি যে এক করোনাকে নিয়ে ভাববো- সে কি ছিলো মোর জীবনে।


(২) তুমি সুন্দর


যাই, তোমাকে ফুল দিয়ে আসি।


ফুলটির কথা ভাবি আমি সে কে।


আমি দিন-রাত্রি তোমার ইতিহাস লিখি, তুমি যে আকাশের চন্দ্র-তারা।


   যে ফুল আমি তোমাকে দিলাম সে ফুল তোমার যোগ্য কিনা- তা কেবলই আমাকে ভাবায়।