(১) তোমার নাম


চল সেই দেশে যাই যেই দেশে কোন মানুষ নাই।


তুমি আমাকে বলবে আরও একজনের দেখা পেলাম যে তোমাকে কিছু বলতে চেয়েছে।


(২)আমার সোনার বাংলা


আমি এক ঘোষণায় বলেছিলাম, বাংলাদেশ তুমি আমার।


আজ এক ঘোষণায় বলি, তুমি আমার।


      কাল থেকে তুমি পুরোপরি আমার হয়ে যাবে।


(৩) কবিতা


তোমার নাম কে লিখেছিল?
কালিদাস।


কালিদাস আজ নেই।


কালিদাস থাকলে আরও সুন্দর করে লিখতেন।


(৪)অনেক সুন্দর


কত সুন্দর করে ফুটেছো।
শুধু দেখতে মন চায়।


    যেন গোলাপ ফুটে রয়েছে।


(৫)অনেক পৃথিবী


সবার চেয়ে সুন্দর তুমি।
আমি বার বার দেখি।


এ নাম আমি পৃথিবীতে খুঁজেছি।


(৬)ক্লীওপেট্রা


পৃথিবীর নাম ক্লীওপেট্রা।
সে আজ ঘুমিয়ে পড়েছে।


যেন আজ সে হাসল।


এ হাসি আমি বার বার দেখব।


(৭)তুমি আমার


চলন্ত বাসে তোমার সাথে পরিচয়।
তুমি বললে, তুমি আমার।


আমি বাস থেকে নেমে অনেক দূর তোমাকে এগিয়ে দেই।