(১)' হোয়াংহো'


   হোয়াংহো নদীতে কত জল তা কখনও মেপে দেখিনি।
      সেখানে যে অসীম জল বাস করে।


   তার চেয়েও বেশি দুঃখ বুঝি তুমি বয়ে বেড়াও?
       তোমার দুঃখের বুঝি শেষ নেই।


   আমাকে এক ফোটা জল দিও সে নদীতে আমি ক্ষীর ঢালব।


(২) এমন কথা


    ঘুমের ঘোরে হারিয়ে যাই- তোমাকে স্বপ্ন দেখি।
                     তুমি যে নীল দ্বীপ, পতেঙ্গা নিয়ে হাযির হও।


      এমন গল্প আমাকে নিয়ে কে লিখেছিল?


             আমি যে তার জন্য হাজার বছর অপেক্ষা করেছিলাম।


(৩) হুর


  দিন যায়, কথা থাকে-
                           তোমার কথা ভুলিনা।
    তুমি যে স্বর্গের অপ্সরী হয়ে ধরা দাও।


            
                      আমি এ নীল পরীকে ছুঁব কিভাবে?