(১) সুন্দরী


দাঁতে দাঁত কাটি তোমার কথা ভাবি।


তুমি এক রঙের ফসরা নিয়ে হাজির হও।


আমি বেদিশ্ হয়ে যাই।


যেন আমাকে আফ্রিকার ভূতে টোনা করেছে।


     আমার এ বে-হাল কাটবে কবে?



(২) পুণর্জন্ম


আজ তোমার জন্মদিন।


আমি ভেবে ভেবে কেঁদে মরি।


আমার মৃত্যু হলেই ভাল হত।



আমার যেন নব জন্ম না হয়।


(৩)আল্লাহ ছাড়া কেহ নাই


আল্লাহু আকবার বল, " আল্লাহু আকবার"


আল্লাহ ছাড়া কেহ নাই।


দুনিয়াতে যত সৃষ্টি আছে সব তার গান গায়।



হে আল্লাহ, তুমি আমায় ক্ষমা করে দিও।


(৪)কত গরম


এত গরম আঁর জীবনেও আঁই দেহিন।


যেন আকাশ থেকে বাজ্ পড়তেছে।


আল্লাহ কি বসে বসে এসবই ভাবেন!


আল্লাহর কি কোন কাম নেই!"


( দ্রঃ কবিতাটিতে কিছু নোয়াখালীর আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে)