(১) কালকিনি নদীর নতুন নাম সুন্দর


কাল তুমি আমার ছিলে।আজও তুমি আমার।
এমনি করে তুমি আমার থেকো।
তুমি আমার থাকলে সব ভাল লাগে।


কোকিল কাকের কানে কানে কোন কথা বলে কিনা জানিনা।
আমি তোমার কানে কানে সে কথা বলব।


এমন একটি গান শোনাও যে গানের কোন তুলনা নাই। সে গান  শোনার জন্য যে আমি হাজার বছর ধরে অপেক্ষা করে আছি।


(২) তুমি আমার অনেক চেনা কবিতা


তোমার নাম সুন্দর তাইতো তোমার  মালা গাঁথি।
তুমি আমাকে যে ফুল দিয়েছ সে ফুলের কোন তুলনা নাই। তুমি আমাকে আবার একবার সে ফুল দিও।


তোমাকে দেখলে মনে হয় পদ্মা নদী নতুন করে হেসেছে, তোমাকে দেখলে মনে হয় যমুনার পাড়ে কেহ বসতবাড়ি গড়েছে।


তুমি স্বরবিন্দুর কবিতা, অমিতার অমিতা, তুমি দীঘল নদীর শেষ বিন্দু।


তুমি কেন এমন একবার বল।সে কথা শোনার জন্য যে আমি হাজার বছর আগেও একদিন অপেক্ষা করেছিলাম।


(৩)সুরঞ্জনার নামে পত্র লিখি ( প্রেমের কবিতা)


রক্তগোলাপ হেসে বলছে, আমি আছি।
কালকিনি নদী হেসে বলছে, আমি আছি।
ঝর্ণা পাতা হেসে বলছে, আমি আছি।


কেন?
আজ আমার ভাল লাগছে।


কেন?
আজ আমার প্রিয়া সুরঞ্জনা এসেছে।
সুরঞ্জনাকে বলেছি, আগামীকালও আসতে।
আগামীকাল যদি সে আসে নিশ্চয়ই আমি হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাব।