কোন এক পূর্ণিমা সন্ধ্যায় তার সাথে দেখা হয়েছিল।


সে যে আকাশের নক্ষত্র।বাতাসের সিন্ধুজলধারা।


আমি কতকাল তার তরে কবিতা লিখি।কত গান গাই।


(আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে।)


আমি যে দূর আকাশের পানে চেয়ে আছি কবে তুমি সিন্ধুর বুকে নীল চর হয়ে ধরা দেবে।