সুখের জন্য কান্দে এ পরান-

কোথায় সুখ পাই!

সুখের জন্য গিয়েছি জঙ্গলে- পর্বতে- আমাজনে

কোথাও সুখ নাই!

এই পৃথিবীর পরে এক যে চাঁদ আছে- সেই চাঁদের বুকে সুখ আছে;

তোমরা আমাকে একটু সুখ এনে দাও-

আমি সুখের জলারাশিতে ঘুমাতে চাই!