(১) লতা

আমার প্রেমিকার নাম লতা।
সে দিনরাত আমাকে ভালবাসে।
সে ভালবেসে একদিন বলে, তোমাকে ছাড়া আমি বাঁচবনা।

সে আমাকে বলেছে সে যদি কখনও প্যারিস ঘুরতে যায় আমাকে সাথে করে নিয়ে যাবে; আমাকে ছাড়া নাকি তার কিছুই ভাল লাগেনা।

এমন একটি মেয়ে পেয়ে সত্যিই আমি ধন্য। ঈশ্বর আমার জন্য এমন একটি মেয়ে রেখেছেন জানতামনা।জানলে অনেক আগেই তাকে একটি ধন্যবাদ দিতাম।

(২) শর্বরী

কোন কিছু ভাল লাগেনা। ভাল লাগে শুধু ফুল। সে ফুল আমাকে দিয়েছিল কুঞ্জণ পাড়ার শর্বরী।

শর্বরী তুমি এত সুন্দর কেন? তুমি কেন আমাকে দেখলে একটি ফুল দাও? নিশ্চয়ই তোমার মাথার বেণী অনেক সুন্দর। সে বেণী আমি আরও বেশি ভালবাসব।