(১) মায়া ( মানবতাবাদী কবিতা)


মায়া! এ পৃথিবীর সবই মায়া।
তুমি আমাকে যা বলছ তাও মায়া।
সাহাবা আমাকে যা বলেছে তাও মায়া।


মায়া নয় শুধু ঘনরামের ছায়া।কারন, সেটি ছায়া।


মায়া কেন এত নিষ্ঠুর! মায়া কেন কারো কথা শুনেনা! মায়া' মেরে ফেল দেখবে সব শান্তি হয়ে যাবে।


(২)   তোমাকে চাই ( প্রেমের কবিতা)


আমি গান গাই, আমি ছবি আঁকি, আমি কবিতা লিখি।


আমি কি করিনা?
আমি সবই করি।


আমি কেন এত  কিছু করি?
তোমাকে পাওয়ার জন্য।


তুমি কবে আমার হবে বল।তুমি আমার হলে যে সাগরের জল( লোনা) মিষ্টি মনে হবে।