তোমার চোখের ভাষা বোঝা বড় কঠিন। ও চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝতে পারিনা। একদিন  বললাম, ঘাস খাও, খেলেনা, আজ বললাম, ঘাস খাও খেলেনা।" তাহলে ঘাস খাবে কবে, মরার পরে?  মরার পরে তো ঘাস পেটে যায়না!" "না আমি ঘাস খাইনা!""তাহলে ও চোখ দিয়ে কি বল? " "বলি,ভালবাসি।" " কখন? " "সারাক্ষণ।" "কই তুমি তো কাছে আসনা"।"আসব সময় হলে"।"তাহলে তুমি ও চোখ উপড়ে ফেল!" "উপড়ে ফেলা সম্ভব নয়।" "তাহলে তুমি কি করবে?" "এ চোখ আমি আমার মনের ভেতর  মাটির গর্ত বানিয়ে রেখে দেব। "তাহলে গর্ত বানিয়ে  রেখে দাও"।"....................................................। "

"এতক্ষণে চোখ তার ভাষা খুঁজে পেল,"