(১) সুদর্শিনী

সুন্দরীদের  দেশে গিয়েছিলাম। এক সুন্দরীকে ভাল লেগেছিল। সে আমাকে ভালবেসেছিল।

আজ সে কথা মনে পড়ে। সে কথা মনে পড়লে মন চায় আবার সেই দেশে যাই।

সেই দেশে আবার গেলে এক থোকা ফুল নিয়ে যাব। সে নিশ্চয়ই আমাকে কিছু না কিছু বলবে।

সে যদি ভালবাসার কথা বলে আমি হাসব, গাইব, ছবি আঁকব; সবচেয়ে বেশি তার দিকে চেয়ে থাকব কারন, সে যে আমার অপরূপ সুন্দরী।

(২) তুমি আমার মালা

তোমার নাম দিয়েছিলাম মালা।
কিন্তু তুমি আমাকে ভালবাসি বলনি।
তোমাকে মালা নাম দিয়ে কি লাভ  হল?
তুমি আমাকে একবার ভালবাসি বল তোমাকে মালা নাম দেওয়া সার্থক হোক।

(৩) কেশবতী ফুল

যেমন করে ফুল হাসে তেমন করে কেউ হাসেনা।
তেমন করে হাসলে তুমি।
তোমাকে কি নাম দেব?
তুমি " কেশবতী ফুল "।

কেশবতী ফুল সবাই মাথায় করে রাখে।
আমিও তোমাকে মাথায় করে রাখব।
তুমি আমাকে কি নাম দেবে?