সুখ পাখিটি ধরা দিবে বলেও ধরা দিলনা।


কত বন্দর, পাহাড়, পারাবার তাকে খুঁজেছি, তাকে পাইনি।


হৃদয়ের শেষ মন্দিরে যে ' জ্যোতিটি' জ্বলে সেখানে তাকে দেখা যায়।


এ জীবনের সকল সাধনা এক 'নীলিমায়'  মিলিয়ে যায় তাকে পাওয়া যায়না।


যদি গো মোরে বধূ বেশে শেষ রাজকুমারী সাজানো হয় তাকে আমি কাছে পাওয়ার চেষ্টা করব।


'কর্ণেল গাদ্দাফী' যে সুড়ঙ্গে লুকিয়েছিল সেখানে এক যে গুহার মাঝে তার ' নিশানা' জ্বলে।


যদি মোরে পাঠিয়ে দাও মঙ্গলে নির্বাসনে সেখানেও আমি তার 'কনক' চাইব।


ধরনী যেদিন সৃষ্টি হয়েছিল সেদিনো সে বলেছিল
আমার রাজমহলের মাথায় যেন 'সে'  বাতিটি জ্বলে।