তাজমহল,
            তুমি কত সুন্দর।
তোমার চাহনীতে একি অমানিশা খেলা করে।-


        আমি আর থাকতে পারিনা।


আমি যে গিয়েছিলাম এথেন্সে সেখানে তোমাকে          দেখে এক যে অপরূপ ডায়নার কথা মনে পড়ল।


   আমি কি দিয়ে বাধব তোমায়?


'সূর্য' দেবীকে বোলো আমার নামে মালা গেঁথে তিব্বত নদীতে ভাসিয়ে দিতে।


যদি মোরে চন্দ্রাভিযানে পাঠাও আমি যে তোমার নামে 'তিলক' আঁকব।