(১) টাকা

টাকা থাকলে কিনা হয়?
টাকা থাকলে সব হয়।
টাকা ছিল বলেই একদিন আমি একজনকে একটি ধাক্কা মেরেছি কিন্তু সে আমার দিকে তেড়ে আসার সাহস করেনি।

টাকা তুমি এত শক্তিশালী কেন?
তোমার মাথায় একটি তিন তলা মুকুট উঠুক।

(২) তুমি ছাড়া কিছু ভাল লাগেনা

তুমি আছ আকাশে, তুমি আছ পাথারে।
তুমি কোথায় নেই?
তুমি সবখানে আছ।

তুমি আমাকে সেই কথাটি বল যেই কথাটি সবচেয়ে সুন্দর।
সেই কথাটি প্রথম কবে আমাকে বলেছিলে সেই কথাটি বল।

(৩) অসহায়

আমার জীবনে যত দুঃখ তত দুঃখ কারো নেই।
আমার জীবনের পরতে পরতে দুঃখ।

ঈশ্বর তুমি কেন আমাকে এত দুঃখ দিলে তোমার কি কোন কাজ ছিলনা?
তুমি যেখানেই যাও অসহায় হও, তোমাকে অসহায় দেখলে আমার বড় ভাল লাগবে।
তুমি একদিন মনে হয় অনেক অসহায় ছিলে তাইতো সেদিন আমার ভাল ঘুম হয়েছিল।  

(৪) তুমি ধ্রুবতারার হাসি

তুমি ফুল ভালবাসতে, আমি গান গাইতাম ; তুমি ছবি আঁকতে, আমি শুধু নদী দেখতাম।
এভাবে ভালবাসা হয়েছিল।
সে ভালবাসা অনেক সুন্দর ছিল।
সে ভালবাসার কথা মনে পড়লে মন চায় সেদিনে আবার ফিরে যাই।
সেদিনটি কি আসবে?