যদি পৃথিবীটা সুন্দর হয় তবে তুমি তার ফুল।
আমি হাতে লই।
বলি, এমন একটি ফুল যদি আবার জন্ম নিতো!

তোমাকে নিয়েই কবিতা লিখি। সে কবিতার নাম, সুন্দর।
সে কবিতা পড়েন বনলতা সেন।

আমার চোখে ঘুম নেই।
তুমি ঘুম এনে দিলে।
বলি, ঘুমের রানী।

শুরু থেকে শেষ একটি গল্প।
সেটি তুমি।
সে গল্প পড়েন জন মিল্টন।

আকাশে অনেক তারা।তার একটি পেড়ে তোমার হাতে দেই।
তুমি বল, সুন্দরের সুন্দর তম।

পানিতে পদ্ম ফুল ভাসে। তার একটি তোমার হাতে দেই।
বল, আমার নামে যদি নাম হত।

জগতের ফুল সুন্দর, জগতের মহারানী তুমি।
তোমাকেই বলি, সবচেয়ে সুন্দর।

এ ফুল সুন্দর, ও ফুল সুন্দর, সব ফুল সুন্দর।
সবচেয়ে সুন্দর তোমার ফুল।

আজ কবির জন্মদিন।
আজ কবি কবিতা লিখবেন।
লিখবেন, সবচেয়ে সুন্দর ফুলটি পেলাম।

আঁধারের সাথে আলো কত গল্প করে।
তোমার গল্প করেনা কেন?

সময়ের শ্রেষ্ঠ গল্প তুমি।
তোমাকে নিয়েই কবিতা লিখি।
বলি, এমন গল্প হলে কিভাবে?

গল্প করতেন মোনালিসা, গল্প করতেন ডায়না।
সবচেয়ে বেশি গল্প করতেন তোমাকে নিয়ে।