যে গান আমি গাই সে গান তুমি।
সে গানের কোন শেষ নেই।
সে গান পেয়ে বলি, সব পেয়েছি।


তুমি ছিলে আকাশে, তুমি ছিলে বাতাসে।
সেখান থেকে তোমায় আমি তুলে এনেছি।
তোমাকে পেয়ে বলি, কি পেলাম!


এই দেশে কবি আছেন, কবি আছেন চীন দেশে।
সবাই কবিতা লেখে।
বলি একটি কবিতা ধার দাও।
বলে, তাকে নাও।


সুখেও মন কাঁদে, দুঃখেও মন কাঁদে।
সবচেয়ে বেশি কাঁদে তোমাকে দেখলে।
বলি, এতদিন কোথায় ছিলে!


আকাশে একটি তারা ফুটেছে, শুকতারা।
তোমাকে দেখলে তাকেও মনে পড়েনা।


হাতে একটি ফুল, মাথায় একটি ফুল।
সব ফুল ভালবাসি।
সবচেয়ে বেশি ভালবাসি তোমাকে।


ঐ আকাশে এক তারা দেখা যায়।
তুমি বল, তুমি  ( তারা )  কার?
আমি বলি, তোমার।