তোমাকে সাথে নেই লঙ্কা গেলে


তোমাকে সাথে নেই বেবিলন গেলে


তুমি যে দক্ষিণা বাহু যাকে- ছাড়া এক মুহূর্তও চলেনা।


  এথেন্সের অ্যাফ্রোদিতি তুমি কি আছ?


বেবিলনের নুসরাত তুমি কি আছ?


আমি সুস্মিতাকে নিয়ে চন্দ্রের উর্ধতারার মাঝে এক বাসা বাঁধব।


      
       আকাশ, মর্ত নেত্র খোলে চেয়ে থাকবে আমরা যে বলরুম নৃত্য করিতেছি।


  আমাদের কথা লেখা থাকবে স্বরস্বতীতে।


  আমাদের কথা লেখা থাকবে রোমিও অ্যান্ড জুলিয়েটে।


   আমাদেরকে নিয়ে শেক্সপিয়ার পুণরায় কাব্য লিখবে।


    আমাদেরকে নিয়ে হোমার পুণরায় গান লিখবে।



            কলোসিয়ামে এক যে কনসার্ট অনুষ্ঠিত হবে সেথায় আমাদের প্রেম- কাহিনী বাজবে।