ফুল পাখিদের সাথে কথা বলি,  বলে তারা, সে কই।


আকাশের সাথে কথা বলি, বলে সে, সে কই।


মাঝ নদীতে পাখি ধরতে যাই, বলে সে, সে কই।


আমি আসমানে 'ধ্রুবতারার' মাঝে তাকে দেখেছি।


কতদিন, কত রাত ঘুমাতে পারিনা সে ছিল অষ্টাদশী রাজকন্যার মুখের চাহনীতে।


এইভাবে কি জীবন যাবে তোমরা তাকে 'বাকিংহাম' থেকে এনে দাও।


আমি নীল 'প্রদীপ' টিপ পরিয়ে তাকে ( আমি)  বসিয়ে রাখব।


সে যে কথা বলবে অ্যাফ্রোদিতির সুরে, ক্লীওপেট্রার ঝনানীতে।


এই আকাশ, এই শোভা সব 'নীলিমা' মিলিয়ে যাবে আমি যে এক আকাশ-ভেনাস' দেখব।