(১) উপাখ্যান

মায়া ভরা দুচোখে তাকিওনা, আমি থাকতে পারিনা।

তুমি বল, ভালবাসি।

সে কথাই পৃথিবীর সবচেয়ে মধুর গল্প।




(২) উপাখ্যান
অনেক সুন্দর তুমি, কি করে বলি?
তোমার তুলনা শুধু তুমি।

তুমি আমাকে বল এভাবে বলোনা, এভাবে বললে আমি থাকতে পারিনা।