তুমি হয়তো এখন ভাবছ আমি অনেক দূরে।


আমি যে কতকাছে, কতনিকটে তার কোন সীমারেখা নেই।


তুমি যেদিন যাবে হিমালয়ের পাড়ে নক্ষত্র দেখতে সেদিন আমাকে দেখতে পাবে।


ভালবাসার তরীতে ঘুরে ঘুরে আমরা যে নীলাম্বর-আকাশ দেখব।


এ জীবনের যত সাধনা, যত গান সে যে শেষ চন্দ্রের মাঝে এক ঠাঁই খুঁজে নেবে।


চন্দ্র-তারা-নক্ষত্র এক হইয়া ভালবাসার গান গাবে।


এই পৃথিবীর পরে যত আলো আছে সব আলো একসাথ হইয়া জগৎকে দ্যুতিময় করে তুলবে।


চল চল দুজন মিলে কোন এক "তেপান্তরে " যাই
" যেখানে নাই সীমা নাই"-রংধনু ছড়িয়ে থাকে জগৎ জুড়াই।