আমরা সবাই কবি।সবাই কবিতা লিখি।কিন্তু একটি কবিতাকে কখন ভাল কবিতা বলা যায়?কবিতা বলতে কি বোঝায়? আমার মতে, কবিতা হল কোন একটা বিষয়ে কবির মনে যে ভাব আসে তা।একজন ব্যক্তি যখন রচনা লিখে তখন তিনি ভেবে ভেবেই লিখেন।আবার যখন কবিতা লিখেন তখনও ভেবে ভেবে লিখেন।তবে আমার মনে হয় রচনার ভাবনা আর কবিতার ভাব এক নয়।এবার আসি ভাল কবিতা কাকে বলে সে বিষয়ে।আমার মতে নিম্ন লিখিত গুনগুলো থাকলে একটি কবিতাকে ভাল কবিতা বলা যায়।
(১) গভীর ভাব
(২) কবিতায় বিভিন্ন অলংকারের ব্যবহার
(৩) কবিতা মন থেকে আসতে হবে, আর্টিফিশিয়াল কিছু নয়।
(৪) কবিতা মনকে আনন্দ দেয় অর্থাৎ পজিটিভ দৃষ্টিভঙ্গি বহন করে এমন।যেমনঃ আমারে দু দন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। শান্তির খবর শুনলে সবারই ভাল লাগে
(৫) কবিতা একটি সুনির্দিষ্ট বিষয়ের উপর হতে হবে।কবি কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করতেছেন এরকম হতে হবে।
(৬)কবিতার কলেবর খুব বড়ও নয়, খুব ছোটও নয় এমন হতে হবে( ১৫ থেকে ৩০ লাইনের মধ্যে হলে ভাল হয়)
(৭) কবিতা সহজ সরল ভাষায় হতে হবে।
(৯)কবিতাতে যদি directspeech ব্যবহার করা যায় ভাল।যেমনঃ বলেছে সে এতদিন কোথায় ছিলেন।
etc