স্বপ্ন পাখি তোমায় আপন ভাবতে
এতো ভালো লাগে কেন?
মনে হয় একটু সুখ দূর থেকে
আমায় হাতছানি দিয়ে ডাকছে,
মনে হয় তোমায় আপন
ভাবার মধ্যে একটা পৃথিবী আছে,
একটা অন্য রকম পৃথিবী ।
দুর্মর পৃথিবী!
যার আকাশ বাতাস আমার পরিচিত
একেবারে তোমায়
‌নিগুড় করে কাছে পাবার মত
‌যেন আমি বিশুদ্ধ
নীরব স্বপ্নপূরী পেয়ে যাই।
একবার তোমায় আপন ভেবে
ভালোবাসা আছে ভালোবাসা
এতো ভালোবাসা
আগে কখন ভাবিনি
একেবারে ভেঙেভেঙে ভালোবাসা।
ফুলের পাপড়ির
ভেতর ঢুকে পড়ার মত।
বই পড়ার মধ্যে
যেমন একটা তৃপ্তি থাকে,
তেমন নয় অর্থ
বুঝে বই পড়ার মত
‌ঝিনুকের মধ্যে মুক্তার ঘুমের মত।
‌যেন মনে হয় একবার
তোমায় আপন ভাবতে পারলে
সমস্ত পৃথিবীটা আমার হয়ে যায়।
‌আমার সমস্ত ভালোবাসা যেন
রং হয়ে ছড়িয়ে যেতে চাই
‌তোমায় জড়াতে চাই একবার
তোমায় আপন ভেবে
তুমিও আমায় একবার ভাব না ।
তুমি কি জানো আমার স্বপ্ন পাখি
তুমিই যে আমার ভাবনা নদী,
তাই তো ভাবছি
তোমায় আমি নিরবধি।