মানব চরিত্রে বিভিন্নমুখী
গুনের বিকাশ ,
শুধু বই পত্রের উপর নজর দিলে
চলেনা কর মনের ভাব প্রকাশ ।
নানা ক্ষেত্রে কর তুমি সকল মনোনীবেশ ,
মনের ভাব প্রকাশ করতে হলে
বাড়াও মনের রেশ ।
ভিন্নতার পরিপ্রেক্ষিতে দুপক্ষ
করে শুধু যুক্তি ,
এক জনে প্রকাশ করে অন্য
জনে করে কুটুক্তি ।
যুক্তি তর্কের মাধ‌্যমে হয় তার
সুষ্টু সমাধান,
সম্মনিত সিদ্ধান্তে যখন উপনিত হয় ,
পক্ষে বা বিপক্ষে তারা করে যোগদান ।
সম্পদ আছে শক্তি আছে
নাই যে তাদের  কোনো অবস্হা,
তাদের জন্য করতে হবে সুন্দর
একটি ব্যবস্থা ।