মাতাল ঝড়ো হাওয়ার বেশে ,
কল্পনার ধুলোপড়া স্বপ্নগুলো ,
এক চমকেই সামনে চলে আসে,
আর করো সামনে রঙিন স্বপ্নগুলো
অবহেলায় ভাসে।
না দেখা ভালবাসার আবেশে,
জানিনা তার পরেও কেন স্বপ্নের
ভেলাটি তার মত করে হাসে...?
দুঃত তরি..কি এলোমেলো স্বপ্ন ,,
না, পাড়া যায় ধরতে
না, পাড়া যায় ছাড়তে,,
অবুঝ মন তবুও স্বপ্ন দেখে,
মনে মনে তার ছবি আকেঁ।